ঢাকা,  শুক্রবার  ২৬ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

পদ্মাসেতু উদ্বোধনে গাজীপুরে ‘জলের গান’

প্রকাশিত: ২৩:২৫, ২৫ জুন ২০২২

পদ্মাসেতু উদ্বোধনে গাজীপুরে ‘জলের গান’

গাজীপুরে ‘জলের গান’

অপেক্ষার পালা শেষ, উদ্বোধন হয়েছে স্বপ্নের পদ্মা সেতু।  উদ্বোধনের এই দিনে আনন্দের শেষ নেই বাংলার মানুষের। দেশের প্রতিটি প্রান্তে বইছে আনন্দের ফোয়ারা। সেতু উদ্বোধনের দিনটি স্মরণীয় রাখতে গাজীপুরে চলছে জনপ্রিয় ব্যান্ডদল জলের গানের পরিবেশনা।  

গাজীপুর জেলা প্রশাসকের উদ্যোগে শনিবার (২৫ জুন) রাত পৌনে ৯টা থেকে শুরু হয় ফোক-ফিউশন ধারার জলের গানের পরিবেশনা। এরপর রাত ১০টায় আতশবাজি ফোটানোর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। অনুষ্ঠানে সর্বস্তরের মানুষ উপস্থিত হয়। অনুষ্ঠানে গাজীপুর জেলা প্রশাসক আনিসুর রহমান, পুলিশ সুপার এস এম সফিউল্লাহ, আইনশৃংখলা বাহিনীর উর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।
এদিকে সকালে শহরের জেলা প্রশাসকের কার্যালয় থেকে শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় শেখ হাসিনা সরকারের এমন উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে স্লোগান দেন তারা।