ঢাকা,  শনিবার  ২০ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

পদ্মাসেতু উদ্বোধন ঘিরে গাজীপুরে বিশাল আনন্দ শোভাযাত্রা

প্রকাশিত: ১০:৫৬, ২৫ জুন ২০২২

পদ্মাসেতু উদ্বোধন ঘিরে গাজীপুরে বিশাল আনন্দ শোভাযাত্রা

গাজীপুরে বিশাল আনন্দ শোভাযাত্রা

পদ্মাসেতু উদ্বোধন ঘিরে আনন্দের শেষ নেই সারাদেশে। শনিবার সকালে গাজীপুরে অনুষ্ঠিত হয়েছে বিশাল আনন্দ শোভাযাত্রা। জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালীতে অংশ নেয় বিভিন্ন স্কুল কলেজের শত শত শিক্ষার্থী।

শনিবার (২৫ জুন) সকালে শহরের জেলা প্রশাসকের কার্যালয় থেকে শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় শেখ হাসিনা সরকারের এমন উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে শ্লোগান দেন তারা।

বর্ণাঢ্য র‍্যালী শেষে শহরের ঐতিহ্যবাহি রাজবাড়ী মাঠে পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠান উপভোগ করছে গাজীপুরের সর্বস্তরের জনগণ।

বর্ণাঢ্য র‍্যালীতে উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা প্রশাসক আনিসুর রহমান , গাজীপুর পুলিশ সুপার এস এম সফিউল্লাহ , গাজীপুর সিটি করপোরেশনের মেয়র (ভারপ্রাপ্ত) আসাদুর রহমান কিরণ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ- কমিশনার জাকির হোসেন, প্রতিটি উপজেলার নির্বাহী কর্মকর্তাসহ আইনশৃংখলা বাহিনীর উর্ধ্বতন কর্মকতারা।

এদিকে পদ্মাসেতু উদ্বোধন উপলক্ষে দিনব্যাপী গাজীপুরে নানা কর্মসূচি হাতে নিয়েছে জেলা প্রশাসক। বিকেলে রাজবাড়ী মাঠে আলোচনা সভা, সন্ধা ৭ টায় স্থানীয় শিল্পীদের নিয়ে সংস্কৃতিক অনুষ্ঠান। রাতে জলের গান ও আতশবাজি মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হবে।