ঢাকা,  বুধবার  ২৪ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

দুই মাদরাসাছাত্রকে গরম পানিতে ঝলসে দিলো শিক্ষক

প্রকাশিত: ১৬:০৫, ২৪ জুন ২০২২

দুই মাদরাসাছাত্রকে গরম পানিতে ঝলসে দিলো শিক্ষক

ছবি: জামিয়া আরাবিয়া রহিম নেওয়াজ খান মাদরাসা

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলী এলাকার জমিদার বাড়িতে স্থাপিত জামিয়া আরাবিয়া রহিম নেওয়াজ খান হাফিজিয়া মাদরাসার দুই ছাত্রকে গরম পানিতে জলসে দিয়েছে মো. মিয়ার মনির নামে এক মাদরাসার শিক্ষক। গতকাল বৃহস্পতিবার (২৩ জুন) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার শ্রীফলতলী জমিদার বাড়ি এ ঘটনা ঘটেছে।

আহতরা হলেন- উপজেলার সৈয়দপুর এলাকার আনোয়ার হোসেনের ছেলে রাকিবুল ইসলাম (১৫), শ্রীফলতলী এলাকার মহর আলীর ছেলে সানোয়ার হোসেন (১৪), শ্রীফলতলী এলাকার আনোয়ার হোসেনের ছেলে আবরার হাসান জিসান (৯)।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১১টার দিকে শ্রীফলতী এলাকায় জামিয়া আরাবিয়া রহিম নেওয়াজ খান হাফিজিয়া মাদরাসার দুই ছাত্রকে গরম পানি দিয়ে জলসে দিয়েছে ওই মাদরাসার শিক্ষক। এ সময় আরও ৫ জনকে মাথা ন্যাড়া করে দেওয়ার অভিযোগ উঠেছে। পরিবার এ ঘটনায় মাদরাসার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে চাইলে তারা কথা বলতে রাজি হয়নি।

পরে আহত ছাত্রদের স্বজনরা ৯৯৯ নম্বরে কল দিয়ে পুলিশকে জানালে ঘটনাস্থলে পৌঁছে পুলিশের সামনে আহত ছাত্রদের হাজির করেনি মাদরাসার কর্তৃপক্ষ।

কালিয়াকৈর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হাফিজুর রহমান ঘটনাটি নিশ্চিত করে বলেছেন, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।