ঢাকা,  শনিবার  ২০ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

সবাই সহযোগিতা করলে বন্যাকবলিতরা উপকৃত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রকাশিত: ২৩:৩৭, ২২ জুন ২০২২

সবাই সহযোগিতা করলে বন্যাকবলিতরা উপকৃত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

খাদ্য সামগ্রী

সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে বন্যাকবলিত অসহায় মানুষের পাশে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি।

বুধবার সিলেটে বন্যা কবলিত প্রায় পাঁচহাজার পরিবারকে খাদ্য সামগ্রী দেওয়ার প্রস্তুতি সম্পন্নকালে টঙ্গী বাসভবনে জাহিদ আহসান রাসেল বলেন, আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সিলেট-এলাকার দুর্যোগ মোকাবেলায় বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছি। 

তিনি আরও বলেন, বন্যা কবলিত প্রায় পাঁচ হাজার পরিবারের জন্য চাল, ডাল, তৈল, আলু, পিয়াজ, লবন, বিস্কুট ও খাবার স্যালাইনসহ বেশ কিছু খাদ্য সামগ্রী আমার বাসভবনেই প্যাকেট করা হয়েছে। আগামী শুক্রবারে বিতরণ করা হবে। 

এমপি আরও বলেন, আমি বলব যে, যাই পারেন, সবাই একটু একটু করে সহযোগিতা করলে অবশ্যই ওই এলাকার মানুষ অনেক উপকৃত হবে।