ঢাকা,  শনিবার  ২০ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

গাজীপুর সিটির উন্নয়ন কর্মকান্ড পরিদর্শনে জাইকার প্রতিনিধি দল

প্রকাশিত: ২০:৩৫, ২২ জুন ২০২২

গাজীপুর সিটির উন্নয়ন কর্মকান্ড পরিদর্শনে জাইকার প্রতিনিধি দল

গাজীপুরে জাইকার প্রতিনিধি দল

জাপান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (জাইকা) সহযোগিতায় চলমান গাজীপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড পরিদর্শন করেছেন সংস্থাটির একটি প্রতিনিধিদল। বুধবার দিনভর নগরীর বিভিন্ন এলাকার উন্নয়ন কাজ পরিদর্শন করেন তাঁরা। 

এর আগে সকালে জাইকার প্রতিনিধি দল টঙ্গী-ভাদাম আরসিসি রোডের ফলক উন্মোচন করেন। এসময় সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ প্রতিনিধি দলকে স্বাগত জানান। পরে দুপুরে নগর ভবনের সভাকক্ষে জাইকার অর্থায়নে গাজীপুর সিটি কর্পোরেশনের উন্নয়ন কর্মকান্ড ও জাইকা-বাংলাদেশের মধ্যকার সম্পর্কের ৫০ বছর পূর্তী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাইকা বাংলাদেশের প্রধান প্রতিনিধি ইউহো হায়াকাওয়া। এসময় আরও উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ এস এম সফিউল আজম, জাইকা বাংলাদেশের প্রতিনিধি হিরোকি ওয়াতানাবে, জাইকা বাংলাদেশের সিনিয়র প্রোগ্রাম অফিসার সানজিদা হক, সিটি গভারন্যান্স প্রজেক্টের প্রকল্প পরিচালক গোলাম মোস্তফাসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ।

পরে বিকেলে নগরীর হাজীর পুকুর এলাকায় প্রোডাকশন টিউবয়েল প্রকল্প এবং গাজীপুরের জয়দেবপুর রেলগেইটের ফ্লাইওভার নির্মাণের স্থান পরিদর্শন করেন প্রতিনিধিদল।