ঢাকা,  বুধবার  ২৪ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

ভিক্ষুক সেজে শিশু অপহরণের পর উদ্ধার, গ্রেফতার ৪

প্রকাশিত: ২০:৪২, ১৩ জুন ২০২২

ভিক্ষুক সেজে শিশু অপহরণের পর উদ্ধার, গ্রেফতার ৪

অপহৃতকে উদ্ধার

গাজীপুর নগরের কাশিমপুর থেকে ভিক্ষুক সেজে এক শিশুকে অপহরণের ঘটনায় চারজনকে শেরপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৩ জুন) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠিয়েছে পুলিশ।
গ্রেফতারা হলো- শেরপুরের বাগড়া বসতি এলাকার কামাল মন্ডল, তার স্ত্রী বিউটি বেগম (৩০) ও তাদের নাবালক দুই মেয়ে।
তারা সাভারের আশুলিয়া এলাকায় ভাড়া থেকে পুরো পরিবার বিভিন্ন এলাকায়  ভিক্ষাবৃত্তি করতো।
মামলার তদন্ত কর্মকর্তা উপ- পরিদর্শক (এসআই) মো হানিফ মিয়া জানান, সায়মন নামের আড়াই বছর বয়সী এক শিশু অপহরণের অভিযোগ পেয়ে আসামীদের গ্রামের বাড়ি থেকে শিশুকে উদ্ধার ও তাদের গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান আসামি বিউটি বেগমকে আদালতে তুলে ৭ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। পরবর্তী ব্যাবস্থা প্রক্রিয়াধীন।
উল্লেখ, গত ২৬ মে কাশিমপুরেরর বাগবাড়ি এলাকার ভাড়া বাসায় শিশুকে তার ভাইদের সঙ্গে রেখে পোশাক শ্রমিক বাবা-মা কাজে চলে যায়।পরে বাচ্চাদের সঙ্গে খেলাধুলার সময় ভিক্ষুক সেজে তাকে অপহরণ করা হয়।
এরপর শিশুর বাবা থানায় অভিযোগ করলে ১৮ দিন পর অপহৃতকে উদ্ধার ও আসামীদের গ্রেফতার করে পুলিশ।