ঢাকা,  শনিবার  ২০ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

সীতাকুণ্ডের অগ্নিদগ্ধদের জন্য ঔষধ সামগ্রী সরবরাহ করলেন আকরাম হোসেন বাদশা

প্রকাশিত: ১৪:৩১, ৯ জুন ২০২২

আপডেট: ১৫:০২, ৯ জুন ২০২২

সীতাকুণ্ডের অগ্নিদগ্ধদের জন্য ঔষধ সামগ্রী সরবরাহ করলেন আকরাম হোসেন বাদশা

ঔষধ সামগ্রী সরবরাহকালে আকরাম হোসেন বাদশা

গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বাসিন্দা ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপ-কমিটির সদস্য মোঃ আকরাম হোসেন বাদশা সীতাকুণ্ডের বি এম কন্টেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় জীবন রক্ষাকারী ওষুধ সামগ্রী সরবরাহ করেন।

বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ শামীম আহসান এর নিকট এর এ সকল ঔষধ সামগ্রী হস্তান্তর করেন। 

সরবরাহকৃত ঔষধ এর মধ্যে  সবগুলোই জীবন রক্ষাকারী ইঞ্জেকশন।  ২০% অ্যালবুটিন ১০০ এম এম ৫০ ভয়েল, প্যারাসিটামল ১ গ্রাম ১০০ ভয়েল, মিথাইল প্রেডেনসলন ৫০০ মিগ্রা/১ গ্রাম ১০০ ভয়েল, মেরুপেনাম ১ গ্রাম ১০০ ভয়েল, ওমিপ্রাজল ১ গ্রাম ১০০ ভয়েল। 

চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নিচ্ছেন

ঔষধ হস্তান্তর শেষে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রোগীদের দেখতে যান এবং ফেরার পথে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন।

ঔষধ হস্তান্তরের বিষয়ে আকরাম হোসেন বাদশা বলেন, বি এম কনটেইনার ডিপোতে আহতদের জীবন রক্ষাকারী কিছু মূল্যবান ঔষধ তুলে দিতে পেরে অনেক ভাল লাগছে। প্রয়োজনীয় ঔষধ পেয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মহোদয়ও ধন্যবাদ জানিয়েছেন। আমি আশা প্রকাশ করছি, যাদের সামর্থ্য আছে তারাও আহতদের পাশে দাঁড়াবে। সকলের মানবিক সহযোগিতায় আহত মানুষগুলো সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে যাবেন ইনশাআল্লাহ !