ঢাকা,  বৃহস্পতিবার  ২৮ মার্চ ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে গেট কিপারের মৃত্যু

প্রকাশিত: ০৯:৪৮, ১৯ মে ২০২২

শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে গেট কিপারের মৃত্যু

গাজীপুরের শ্রীপুর উপজেলার সাতখামাইর এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে লিটু কুমার দাস (৩৫) নামে রেলের একজন গেট কিপার নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ মে) দুপুর পৌণে ৩টার দিকে রেলওয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
লিটু মাগুরার মোহাম্মদপুর থানার নাওভাঙ্গা এলাকার স্বর্গীয় রবীন্দ্রনাথের ছেলে। তিনি সাতখামাইর এলাকায় রেলের গেট কিপার হিসেবে কর্মরত ছিলেন।
জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. শহীদুল্লাহ হিরু জানান, সকালে দেওয়ানগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে জামালপুর কমিউটার ট্রেন। এক পর্যায়ে ওই ট্রেনটি শ্রীপুর উপজেলার সাতখামাইর এলাকায় পৌঁছায়। এ সময় রেলের গেট কিপার লিটু কুমার রেলক্রসিং এলাকায় রেললাইন দিয়ে হাঁটছিলেন। পরে অসাবধানতাবশত তিনি ওই ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

গাজীপুর কথা