ঢাকা,  শুক্রবার  ২৬ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

কাপাসিয়ায় ভোটার তালিকা হালনাগাদ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশিত: ০৪:৪৩, ১৯ মে ২০২২

কাপাসিয়ায় ভোটার তালিকা হালনাগাদ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

গাজীপুরের কাপাসিয়া উপজেলা নির্বাচন  অফিসের আয়োজনে ২০২২ সালের ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ বিষয়ক সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের দিনব্যাপী প্রশিক্ষণ  হয়েছে।
গতকাল বুধবার (১৮ মে ) দিনব্যাপী কাপাসিয়া সরকারি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে ৩২ জন  সুপারভাইজার ও ১৪৮ জন তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ দেওয়া হয়।
সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ প্রদান করেন নির্বাচন কমিশন সচিবালয়ে যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খান, কাপাসিয়া উপজেলা নির্বাচন অফিসার মোঃ আবুল বাশার, গাজীপুর সদর নির্বাচন অফিসার মোহাম্মদ হুমায়ুন কবির,  টঙ্গী নির্বাচন অফিসার মোঃ ওমর ফারুক, কালীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার ফারিজা নুর।
উপজেলা নির্বাচন অফিসার মোঃ আবুল বাশার জানান ২০০৭ সালের ১ জানুয়ারি বা তার পূর্বে যাদের জন্ম এমন ভোটারযোগ্য নাগরিকদের  নিবন্ধনের জন্য তথ্য সংগ্রহ করা হবে। ১৮ বছর হলেই সরাসরি তারা ভোটার তালিকাভুক্ত হবে।

গাজীপুর কথা