ঢাকা,  বৃহস্পতিবার  ২৫ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

টঙ্গীতে অধ্যাপক মান্নানের রূহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার

প্রকাশিত: ১৫:৫৭, ১ মে ২০২২

টঙ্গীতে অধ্যাপক মান্নানের রূহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার

গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচিত প্রথম মেয়র, সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান মরহুম অধ্যাপক এম এ মান্নানের রূহের মাগফিরাত কামনায় গাজীপুরের টঙ্গীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১ মে) স্থানীয় বড় দেওড়ায় আহসান উল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তে টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা বিএনপির আয়োজনে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার। এ সময় তিনি বলেন, ‘ন্যায় ও সত্যের কাছে সকল অপশক্তি পরাজিত হতে বাধ্য। বর্তমান ভোটারবিহীন সরকার একের পর এক মিথ্যাকে পুঁজি করে যেভাবে জাতিকে ধোঁকা দিচ্ছে তাতে সমগ্র দেশবাসী বিভ্রান্ত হয়ে পড়ছে। দেশের মানুষ আজ অভাব-অনটনে দিশেহারা। দেশ আজ এক চরম ক্রান্তিকাল অতিক্রান্ত করছে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ভিডিও কনফারেন্সে মরহুম অধ্যাপক এম এ মান্নানের ছেলে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম মঞ্জুরুল করিম রনি বলেন, ‘আমি অধ্যাপক মান্নানের প্রতিচ্ছবি হয়ে আপনাদের মাঝে ওনার অসমাপ্ত কাজগুলো করতে চাই। আমার বাবা আজীবন নীতি ও আদর্শ থেকে এক চুলও বিচ্যুত হননি। তিনি আমাকেও সেই শিক্ষা দিয়ে গেছেন। আজকে প্রকৃত রাজনীতিকের সংখ্যা খুবই কম। একজন প্রকৃত রাজনীতিকের কাজ হলো জনকল্যাণে কাজ করা। পদ-পদবী পরের কথা, আমি বাবার আদর্শে মানুষের কল্যাণে কাজ করতে চই। আমার মূল উদ্দেশ্য জনকল্যাণে কাজ করা।’

তিনি বলেন, ‘আজকে আমার বাবা নেই, আমি অভিভাবকহীন। জনাব হাসান উদ্দিন সরকার আজকে আমার অভিভাবক।’

মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম শুক্কুরের সভাপতিত্বে ও সাবেক দফতর সম্পাদক আব্দুর রহিম খান কালার সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন মহানগর বিএনপি নেতা অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস, রাকিব উদ্দিন সরকার পাপ্পু, সদর মেট্রো থানা বিএনপির সাধারণ সম্পাদক কাউন্সিলর হাসান আজমল ভূইয়া, মহানগর যুবদলের সাবেক সভাপতি প্রভাষক বসির উদ্দিন, আহ্বায়ক সাজেদুল ইসলাম, সদস্য সচিব মাহমুদ হাসান রাজু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাসিবুর রহমান মুন্না, বিএনপি নেতা জিএস জিয়াউল হাসান স্বপন, আব্দুল খালেক ডিলার, ফারুক হোসেন খান, নজরুল ইসলাম, মহানগর ছাত্রদল নেতা শেখ সুমন, স্বেচ্ছাসেবক দল নেতা রাতুল ভূইয়া প্রমুখ।

উপস্থিত ছিলেন মহানগর তাঁতী দলের আহ্বায়ক তাজুল ইসলাম বেপারী, যুবদল নেতা মজিবুর রহমান, রফিকুল ইসলাম রিপন, আবুল কালাম আজাদ, রমজান হোসেন বিল্লাল, সেলিম কাজল, হাবিবুর রহমান আজাদ, ফয়সল আহমেদ, তানভীর আহমেদ রাজন, বিএনপি নেতা আক্তারুজ্জামান নূর, আব্দুস সাত্তার, মাহবুবুল আলম, আবুল কাশেম, আমির হোসেন, বাবুল চৌধুরী, মিজানুর রহমান, হাজী স্বপন, আলী আহমেদ টুকু, ছাত্রদল নেতা রেদোয়ানুর রহমান প্রত্যয় বেপারী, তাশিক সরকার, নূরুল ইসলাম ফরহাদ, নূরে আলম জিকু, হাসান সবুর, সাজেদুল ইসলাম হৃদয়, সোহেল চৌধুরী প্রমুখ।

গাজীপুর কথা