ঢাকা,  শুক্রবার  ১৯ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

গাজীপুরে কারখানার আগুন নিভল ১৩ ঘণ্টা পর

প্রকাশিত: ০৯:৩৪, ৪ জানুয়ারি ২০২২

গাজীপুরে কারখানার আগুন নিভল ১৩ ঘণ্টা পর

গাজীপুরে এম অ্যান্ড ডিএম পোশাক কারখানার আগুন প্রায় ১৩ ঘণ্টার চেষ্টায় নেভানো হয়েছে।
জেলা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ মিয়া জানান, মঙ্গলবার বেলা ১১টার দিকে আগুন নেভানোর কাজ শেষ করেন তারা।
এর আগে সোমবার রাত পৌনে ১০টার দিকে গাজীপুরের সালনা এলাকার এই কারখানায় আগুন লাগে। কারখানার গুদামে কাপড়সহ উৎপাদিত বিভিন্ন পণ্য ছিল। সেখানে আগুন লাগে। খবর পেয়ে শ্রীপুরের একটি এবং জয়দেবপুর ফায়ার সার্ভিস স্টেশনের চারটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস কর্মকর্তা বলেন, দুটি স্টেশনের পাঁচ ইউনিটের কর্মীরা পাঁচ ঘণ্টার চেষ্টায় রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। আর পরদিন মঙ্গলবার বেলা ১১টার দিকে আগুন নেভানোর কাজ শেষ করেন তারা।
তবে তিনি অগ্নিকাণ্ডে ক্ষয়-ক্ষতির পরিমাণ ও আগুনের কারণ বলতে পারেননি।

গাজীপুর কথা