ঢাকা,  মঙ্গলবার  ১০ সেপ্টেম্বর ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

বশেমুরকৃবি’র সাময়িক দায়িত্বে মোস্তাফিজুর

প্রকাশিত: ২০:০৩, ৪ সেপ্টেম্বর ২০২৪

বশেমুরকৃবি’র সাময়িক দায়িত্বে মোস্তাফিজুর

ছবি- সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরকৃবি) পরিচালনার সাময়িক দায়িত্ব পেয়েছেন মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. জি. কে. এম. মোস্তাফিজুর রহমান। উপাচার্যের পদ শূন্য হওয়ার পরিপ্রেক্ষিতে তিনি এ দায়িত্ব পালন করবেন।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের নির্দেশনা অনুসরণ করে ৩ সেপ্টেম্বর এ বিশ্ববিদ্যালয়ের সব ডিন ও বিভাগীয় প্রধানদের সভার সিদ্ধান্ত অনুযায়ী এ দায়িত্ব দেওয়া হয়। রাষ্ট্রপতি কর্তৃক পরবর্তী ভিসি নিয়োগ না হওয়া পর্যন্ত তিনি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক, আর্থিক ও শিক্ষা কার্যক্রম পরিচালনা করবেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বশেমুরকৃবির সেকশন অফিসার (জনসংযোগ) মো. রনি ইসলাম। এর আগে গত ১৯ আগস্ট প্রফেসর ড. মো. গিয়াসউদ্দীন মিয়া উপাচার্যের পদ থেকে পদত্যাগ করেন।