ঢাকা,  শনিবার  ২০ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

টঙ্গীতে নতুন ভোটারদের জাতীয় পরিচয়পত্র বিতরণ

প্রকাশিত: ১০:৪১, ২১ মার্চ ২০২০

টঙ্গীতে নতুন ভোটারদের জাতীয় পরিচয়পত্র বিতরণ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক নতুন ভোটারদের জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম ঘোষণা করা হয়েছে। এরই অংশ হিসেবে টঙ্গী এলাকায় নতুন ভোটারদের জাতীয় পরিচয়পত্র প্রদান কার্যক্রম শুরু হয়েছে।
গত বৃহস্পতিবার নতুন ভোটার আরিফ রহমান রিয়নের হাতে জাতীয় পরিচয়পত্র তুলে দিয়ে নতুন জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। টঙ্গী থানা নির্বাচন অফিসার ওমর ফারুকের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিল চন্দ্র বর্মণ, দাতা সদস্য বজলুর রশিদ, টঙ্গী ক্রীড়াচক্রের দফতর সম্পাদক মাসুক আল হোসেন মারুফ, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আজহারুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগ নেতা আলাউদ্দিন মিয়া, সেজাদ আহমেদ সোহাগ প্রমুখ। নতুন ভোটাররা জাতীয় পরিচয়পত্র হাতে পেয়ে আনন্দে উল্লসিত হয়ে ওঠে। নতুন ভোটাররা বলেন, আজ থেকে আমরা সত্যিকারভাবে দেশের নাগরিক হিসেবে পরিচয় দিতে পারব।

গাজীপুর কথা