ঢাকা,  সোমবার  ০৪ ডিসেম্বর ২০২৩

Gazipur Kotha | গাজীপুর কথা

শ্রীপুরে নাশকতা মামলায় জেলা যুবদল নেতা গ্রেপ্তার

প্রকাশিত: ১৬:৪৮, ২০ নভেম্বর ২০২৩

শ্রীপুরে নাশকতা মামলায় জেলা যুবদল নেতা গ্রেপ্তার

আরিফুল ইসলাম সরকার। ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে নাশকতা মামলায় গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলামকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ সোমবার দুপুরে এক বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. ইয়াসির আরাফাত হোসেন।

গ্রেপ্তার আরিফুল ইসলাম সরকার (৩৯) উপজেলার মাওনা ইউনিয়নের মাওনা গ্রামের মৃত আবুল হোসেন সরকারের ছেলে।

র‍্যাবের পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. ইয়াসির আরাফাত হোসেন বলেন, গত ২৯ অক্টোবর সকালে তেলিহাটি ইউনিয়নের পল্লী বিদ্যুৎ মোড়ের কাছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে টায়ার জ্বালিয়ে লাঠিসোঁটা নিয়ে গাড়ি ভাঙচুর করা হয়। এ ঘটনায় প্রভাতী পরিবহনের একটি বাসের মালিক বাদী হয়ে তাঁর বিরুদ্ধে মামলা করেছেন। পরে ১৯ নভেম্বর দুপুরে উপজেলার এমসি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁকে শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।