ঢাকা,  বৃহস্পতিবার  ২৫ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

কাপাসিয়ায় ১০০ হজযাত্রীকে প্রশিক্ষণ

প্রকাশিত: ২৩:৫৬, ২৮ মে ২০২৩

কাপাসিয়ায় ১০০ হজযাত্রীকে প্রশিক্ষণ

সংগৃহিত ছবি

হজ্জ ব্যবস্থাপনা ও হজযাত্রীর করণীয় বিষয়ে গাজীপুরের কাপাসিয়া মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রে এক শত হজযাত্রীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

২৭ মে শনিবার দিনব্যাপী এ প্রশিক্ষণ দেয় সোয়াইব হজ ট্রাভেলস স্বত্বাধিকারী।

হজ্জ যাত্রী মজিবুর রহমান, আ. রশিদ খান, হারুণ অর রশিদ, আবদুস সালাম জানান, কিভাবে হজ করতে হবে। করণীয় কি। কি কি দায়িত্ব পালন করতে হয়। রেজিস্ট্রেশন নিয়ম। করোনা সনদসহ প্রয়োজনীয় কাগজপত্র বিষয়, মালামাল বহন ক্ষমতা, হজ করার সঠিক নিয়মকানুন সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

প্রশিক্ষক ছিলেন বাংলাদেশ রেলওয়ে কল্যাণ ট্রাস্ট জামে মসজিদ ঢাকার খিলখেত এর খতিব মুফতি হাফেজ মাওলানা মাহমুদুল হাসান, ফুলবাড়িয়া জামে মসজিদ খতিব মাওলানা মমতাজ উদ্দিন সরকার।

সোয়াইব হজ ট্রাভেলস স্বত্বাধিকারী সোয়াইব খান, দেলোয়ার জেনারেল হাসপাতাল মালিক দেলোয়ার হোসেন, সাংবাদিক সাইফুল ইসলাম শাহীন, নূরুল আমীন সিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

আগামী মঙ্গলবার ঢাকা সোনারগাঁও হোটেলে এ বিপরীতে রেইন রোপ রেস্টুরেন্টে এ অনুরোপ প্রশিক্ষণ দেয়া হবে বলে জানিয়েছেন শোয়াইব হজ ট্রাভেল এর মালিক। তাছাড়া আগামী ৩ জুন বিজি জিরোজিরো সেভেন বিমানে ঢাকা মদিনা ফ্লাইটে ১৪২ জন হজযাত্রী সৌদি আরব যাবেন।