ঢাকা,  শুক্রবার  ১৯ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

কাপাসিয়ায় শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

প্রকাশিত: ২২:৫১, ১৭ মে ২০২৩

কাপাসিয়ায় শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

সংগৃহিত ছবি

গাজীপুরের কাপাসিয়ায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৩তম ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। 

বুধবার বিকাল ৩টায় উপজেলার সনমানিয়া ইউনিয়নের আড়াল দক্ষিণগাঁও মরিয়ম ভিলেজ মাঠে বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর ১৯৮১ সালের এই দিনে দীর্ঘ নির্বাসন শেষে শেখ হাসিনা বাংলার মাটিতে ফিরে আসেন।

গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য  আলহাজ মো. মোতাহার হোসেন মোল্লার সভাপতিত্বে ও কাপাসিয়া ডিগ্রি কলেজের সাবেক ভিপি মো. হাফিজুল হক চৌধুরীর (আইয়ুব ) সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন  বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের উপ মহাসচিব  নজিব আহমেদ।

প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য ও মরিয়ম ফাউন্ডেশনের চেয়ারম্যান আলম আহমেদ, উদ্বোধক হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য ও বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ড. মোমতাজ উদ্দিন আহমেদ মেহেদি।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গাজীপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আনিসুর রহমান আরিফ, আলহাজ্ব আব্দুর রশিদ সরকার  বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সদস্য গাজীপুর জেলা আওয়ামী লীগ, অধ্যাপক মোঃ আইন উদ্দিন বীর মুক্তিযোদ্ধা ও সদস্য বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি, শাহ মোঃ জানি আলম কনক সাবেক সদস্য বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি, মোঃ ওয়াজ উদ্দিন মোল্লা সাবেক সাংগঠনিক সম্পাদক কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগ,  মো. মজিবুর রহমান চৌধুরী সাবেক সহ সভাপতি কাপাসিয়া উপজেলা কৃষক লীগ, মোঃ মনির হোসেন মোল্লা সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাপাসিয়া উপজেলা কৃষক লীগ প্রমুখ।

অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গান পরিবেশন করেন ভারতীয় সংগীত শিল্পী গুরুজিৎ শিং, মিমি সানজুকতা চক্রবর্তী ও বাংলাদেশের সংগীত শিল্পীবৃন্দ।