
কাপাসিয়ায় স্কাউট শিক্ষার্থীদের পিটি প্যারেড প্রদর্শন
জাতীয় চার নেতা বঙ্গতাজ তাজউদ্দীন আহমদ, এ এইচ এম কামরুজ্জামান, সৈয়দ নজরুল ইসলাম, এম মনসুর আলী স্মরণে ২২ ফেব্রুয়ারি বুধবার সকালে কাপাসিয়ার লোহাদী উচ্চ বিদ্যালয় মাঠে স্কাউট শিক্ষার্থীরা বিশেষ পিটি প্যারেড প্রদর্শন করে।
বাংলাদেশ আওয়ামী লীগ গাজীপুর জেলার সহ-সভাপতি কাপাসিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আমানত হোসনে খান পিটি প্যারেড উদ্বোধন করেন।
বিদ্যালয় প্রধান শিক্ষক আফরুজা সুলতানা, স্কাউট শিক্ষক কাইজার মাহমুদ, বিদ্যালয় শিক্ষার্থী, শিক্ষক, পরিচালনা পরিষদ সদস্য, অভিভাবক ও এলাকাবাসী প্যরেড প্রদর্শণ এ উপস্থিত ছিলেন। শিক্ষার্থী রামীম আরাফাত ও ফাতেহা, বাংলা ও ইংরেজিতে ধারা ভাষ্যকার ছিলেন।
৮২তম বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রথম দিন এ প্যারেড প্রদর্শন হয়।