ঢাকা,  বৃহস্পতিবার  ২৫ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

কাপাসিয়ায় ৬৫০ নারীর ফ্রি ভায়া পরীক্ষা

প্রকাশিত: ১২:০৭, ২৭ জানুয়ারি ২০২৩

কাপাসিয়ায় ৬৫০ নারীর ফ্রি ভায়া পরীক্ষা

নারীদের ফ্রি ভায়া পরীক্ষা

জরায়ুর মুখে ক্যান্সার নির্ণয়ে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উদ্যোগে ৬৫০ নারীকে ফ্রি ভায়া পরীক্ষা করা হয়েছে। ২৬ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মামুনুর রহমান এ তথ্য জানিয়েছেন।

ডা. মামুনুর রহমান জাানান, জরায়ুর মুখে ক্যান্সার নির্ণয়ের জন্য গত ১৯ থেকে ২৫ তারিখ পর্যন্ত ভায়া ক্যাম্পিং হয়। ৩০ থেকে ৬০ বছর বয়সী মহিলাদের জন্য এই পরীক্ষা। পরীক্ষায় উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আগত মহিলারা এন আই ডি ও মোবাইল নাম্বারের মাধ্যমে রেজিষ্ট্রেশন করে।

হাসপাতাল ভায়া ইনচার্জ নাসিং অফিসার নাজমা সুলতানা, মাহমুদা ইয়াসমিন, নাসিমা খাতুন, রাজিয়া সুলতানা দায়িত্ব পালন করেছেন। এছাড়া  ফিল্ড স্টাফ, সিএইচসিপি সার্বিক সহযোগিতা করেছেন।