ঢাকা,  বুধবার  ১৭ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

কাপাসিয়ায় আনন্দ র‌্যালি ও শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: ২৩:৩৯, ৩০ ডিসেম্বর ২০২২

কাপাসিয়ায় আনন্দ র‌্যালি ও শীতবস্ত্র বিতরণ

কাপাসিয়ায় আনন্দ র‌্যালি ও শীতবস্ত্র বিতরণ

গাজীপুরের কাপাসিয়ায় সনমানিয়া ইউনিয়নের আড়াল দক্ষিণগাঁও মরিয়ম ভিলেজে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রায় পনেরো হাজার অসহায় দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এর আগে বিকেলে বর্তমান প্রধানমন্ত্রী কৃষকরত্ন জননেত্রী শেখ হাসিনা ১০ম বারের মতো বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ায় এক আনন্দর‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিভিন্ন শ্রেণি পেশার মানুষের অংশ গ্রহণে অনুষ্ঠিত আনন্দ র‌্যালীটি মরিয়ম ভিলেজের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

জানা যায়, শীতার্থ মানুষের পাশে দাড়াতে প্রধানমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে কৃষকলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির উপদেষ্টাদ্বয়ের উদ্যোগে উপজেলার ১১ টি ইউনিয়নের প্রায় পনের হাজার অসহায় দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এর আগে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও কৃষকলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির উপদেষ্টামন্ডলীর সদস্য মো. মোতাহার হোসেন মোল্লা।

উপজেলা কৃষকলীগের সাবেক সহ-সভাপতি মজিবুর রহমান আঙ্গুরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মরিয়ম ফাউন্ডেশনের চেয়ারম্যান ও কৃষকলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির উপদেষ্টামন্ডলীর সদস্য আলম আহমদ। অন্যদের মাঝে বক্তব্য দেন গাজীপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আনিছুর রহমান আরিফ, জেলা আওয়ামীলীগের সদস্য আব্দুর রশিদ সরকার, শাহ জানি আলম কনক, মো. আইনউদ্দিন, হাফিজুল হক চৌধুরী আইয়ুব প্রমূখ।