ঢাকা,  শুক্রবার  ২৯ মার্চ ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

কাপাসিয়ায় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ নিয়ে প্রশিক্ষণ

প্রকাশিত: ১৬:৩১, ১৫ জুন ২০২২

কাপাসিয়ায় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ নিয়ে প্রশিক্ষণ

সংসদ সদস্য সিমিন হোসেন রিমি

গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

১৪ জুন মঙ্গলবার উপজেলা প্রশাসনের আয়োজনে কাপাসিয়া উপজেলার পরিষদ হলরুমে এ কর্মশালা হয়।  
কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার একেএম গোলাম মোর্শেদ খানের সভাপতিত্বে সমবায় অফিসার গোলাম মোর্শেদ মৃধার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য সিমিন হোসেন রিমি।

কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এড মো আমানত হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শহীদুল্লাহ্,  উপজেলা সহকারী কমিশন ভূমি রুবাইয়া ইয়াসমিন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  সাখাওয়াত হোসেন প্রধান, আইয়ুবুর রহমান সিকদার, আতাউজ্জামান বাবলু, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মোহাম্মদ আবদুর রহিম, উপজেলা পল্লি উন্নয়ন  অফিসার দিলারা আক্তার মনি, বীর মুক্তিযোদ্ধা বজলুর রশিদ মোল্লা প্রমুখ বক্তব্য রাখেন।

প্রধান অতিথি সিমিন হোসেন রিমি এমপি বলেন, টেকসই উন্নয়ন মানে কঠোর পরিশ্রম, সততা ও জবাবদিহিতা, এ মূহুর্তে পৃথিবীতে সবচেয়ে বড় জিনিস তথ্য ও যোগাযোগ। এখন জনশুমারি ও চলছে। শুমারীর মাধ্যমে প্রকৃত চিত্র বের হলে ২০৪১ সালে উন্নত বাংলাদেশ হবে। 
আমানত হোসেন খান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দুনিয়ায় রোল মডেল হবে। পদ্মা সেতুর মাধ্যমে এর জবাব পাবে বিরোধী দল।
আনুষ্ঠানে জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, ইমাম, উদ্যোক্তা ও নারী প্রতিনিধি উপস্থিত ছিলেন।