ছবি- সংগৃহীত
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (৩১ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর মিয়া। এর আগে দুপুরে উপজেলার বারিষাব ইউনিয়নের বর্জাপুর গ্রামের সীমান্তবর্তী পুরাতন ব্রহ্মপুত্র নদের ঘাট থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত যুবকের বয়স ৩০ থেকে ৩৫ বছর হবে। নিহতের পরনে সাদা রঙের চেক ফুলহাতা শার্ট ও লুঙ্গি ছিল। স্থানীয়রা কেউ তাঁকে চিনতে পারেনি।
ওসি মো. আবু বকর মিয়া বলেন, স্থানীয়রা প্রথমে লাশ নদে ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে লাশের পরিচয় শনাক্ত করা যায়নি।