ঢাকা,  মঙ্গলবার  ১০ সেপ্টেম্বর ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

গাজীপুরে নদ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

প্রকাশিত: ২০:৫৯, ৩১ আগস্ট ২০২৪

গাজীপুরে নদ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

সংগৃহিত ছবি

গাজীপুরের কাপাসিয়া নদ থেকে অজ্ঞাতপরিচয় যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার বারিষাব ইউনিয়নের বর্জাপুর এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদ থেকে লাশটি উদ্ধার করা হয় বলে কাপাসিয়া থানার ওসি মো. আবু বকর মিয়া জানান।

৩০ বছর বয়সি ওই যুবকের পরনে লুঙ্গি ও গায়ে সাদা চেকের ফুল হাতা শার্ট ছিল।

এলাকাবাসী জানান, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে পুরাতন ব্রহ্মপুত্র নদে স্থানীয়রা একটি লাশ ভেসে যেতে দেখে কাপাসিয়া থানায় খবর দেন। ঘটনাস্থল থেকে পুলিশ অর্ধগলিত লাশটি উদ্ধার করলে স্থানীয়রা এর পরিচয় শনাক্ত করতে ব্যর্থ হন। পরে পুলিশ লাশটি থানায় নিয়ে যায়।

ওসি আবু বকর মিয়া আরও জানান, ময়নাতদন্তের জন্য লাশটি গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।