সংগৃহিত ছবি
গাজীপুরের কাপাসিয়া উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে ২০২৪-২৫ অর্থ বছরের মাছের পোনা অবমুক্তি কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
কাপাসিয়া উপজেলা পরিষদের পুকুরে বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা মৎস্য কর্মকর্তা শেখ মনিরুল ইসলাম মনির, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ লুৎফর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আশরাফ উল্লাহ, কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সেলিম হোসেন আরজু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ কামরুজ্জামান জামিন প্রমূখ। এছাড়া বিভিন্ন শ্রেণিপেশার অন্যান্য ব্যক্তিবর্গসহ সুফলভোগী মৎস্য খামারীরা উপস্থিত ছিলেন।