ঢাকা,  শনিবার  ২০ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

কাপাসিয়ায় ৫২ কমিউনিটি ক্লিনিকের কর্মীদের পিপিই হস্তান্তর

প্রকাশিত: ১৯:১৫, ৪ এপ্রিল ২০২০

কাপাসিয়ায় ৫২ কমিউনিটি ক্লিনিকের কর্মীদের পিপিই হস্তান্তর

করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধের জন্য এবং কমিউনিটি ক্লিনিকের কর্মীদের সুরক্ষার কথা চিন্তা করে   কাপাসিয়ায় ৫২ কমিউনিটি ক্লিনিক  কর্মীদের ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) সরবরাহ করা হয়েছে।

শনিবার (৪ এপ্রিল ) সকালে কাপাসিয়া  উপজেলা সাস্থ কমপ্লেক্স কার্যালয়ে  কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইটারদের  হাতে এ পিপিই তুলে দেয় উপজেলা সাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃমোঃ আব্দুস সালাম সরকার।

পিপিই পেয়ে সন্তোষ প্রকাশ করেছে  কমিউনিটি ক্লিনিক কর্মীরা।চান্দুন কমিউনিটি ক্লিনিক  হেলথকেয়ার প্রোভাইটার মিজান খান শিমুল বলেন,  গ্রামের অসচেতন মানুষদের নিয়ে আমাদের কাজ। তাই আমাদের সুরক্ষা সরঞ্জাম দেওয়া অত্যন্ত  জরুরি ছিল।

উপজেলা সাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃমোঃ আব্দুস সালাম সরকার বলেন  আমাদের হাসপাতালের চিকিৎসকরা এরই মধ্যে পিপিই পরিধান করে দায়িত্ব পালন শুরু করেছে।এই মূহূর্তে  কমিউনিটি ক্লিনিক কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা হ্যান্ড গ্লাভস এবং পিপিই হস্তান্তর করেছি।

গাজীপুর কথা