রোববার ০১ অক্টোবর ২০২৩,   আশ্বিন ১৫ ১৪৩০,  ১৪ রবিউল আউয়াল ১৪৪৫

Gazipur Kotha | গাজীপুর কথা

কাপাসিয়ায় জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত

প্রকাশিত: ১৬:২৭, ১৭ সেপ্টেম্বর ২০২৩

কাপাসিয়ায় জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত

সংগৃহিত ছবি

গাজীপুরের কাপাসিয়ায় স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের আয়োজনে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে।

উপজেলা প্রশাসনের বাস্তবায়নে দিবসটি উপলক্ষ্যে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা, শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রোববার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার একেএম গোলাম মোর্শেদ খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সিমিন হোসেন রিমি এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ আমানত হোসেন খান, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার প্রমুখ।