
সংগৃহিত ছবি
কাপাসিয়ায় কৃষককে খুন করে টাকা লুটের ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার তাদের গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তাররা হলেন- ময়মনসিংহ জেলার ত্রিশাল এলাকার মৃত মোবারক হোসেনের ছেলে আশরাফুল আলম সাগর (২৮) ও একই এলাকার রুহুল (৩০)। তাদের গতকাল ভোরে নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, কাপাসিয়ায় গত ৩১ আগস্ট রাতে ছুরিকাঘাতে আ. মোতালেব (৬৬) নামে এক কৃষকে খুন করে গরু বিক্রির ৯৩ হাজার টাকা লুটের ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের ছেলে মো. সোহাগ বাদী হয়ে মামলা করেন।
কাপাসিয়া থানার ওসি এএইচএম লুৎফুল কবীর জানান, অন্য আসামিদের গ্রেপ্তারের তৎপরতা চলছে।