শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩,   আশ্বিন ১৪ ১৪৩০,  ১৩ রবিউল আউয়াল ১৪৪৫

Gazipur Kotha | গাজীপুর কথা

কাপাসিয়ায় গরু বিক্রির টাকার জন্য খুন হলো কৃষক

প্রকাশিত: ২০:০৮, ২ সেপ্টেম্বর ২০২৩

কাপাসিয়ায় গরু বিক্রির টাকার জন্য খুন হলো কৃষক

খুন

গাজীপুরের কাপাসিয়ায় গরু বিক্রির টাকা ছিনিয়ে নিতে বাঁধা দেওয়ায় গৃহকর্তা এক কৃষককে এলোপাতাড়ি ছুরিকাঘাতে খুন করেছে দুর্বৃত্তরা। কাপাসিয়া উপজেলার সিংহশ্রী ইউনিয়নের মধ্য ভিটিপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। শুক্রবার কাপাসিয়া থানার ওসি এএইচএম লুৎফুল কবীর এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতের নাম- আব্দুল মোতালেব (৬৬)। কাপাসিয়া উপজেলার সিংহশ্রী ইউনিয়নের মধ্য ভিটিপাড়া গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে। নিহতের ছেলে মোঃ সোহাগ ও স্বজনেরা জানান, গত বৃহস্পতিবার বিকেলে ৯৩ হাজার টাকায় একটি গরু বিক্রি করে ওই টাকা নিজের ঘরেই রেখেছিলেন আব্দুল মোতালেব। রাতে পরিবারের সদস্য ও বাড়িতে আগত মেহমানদের সঙ্গে খাবার খেয়ে নিজের কক্ষে একাকী ঘুমিয়ে পড়েন তিনি। পরদিন (শুক্রবার) সকালে তার সাড়াশব্দ না পেয়ে ডাকাডাকি করতে থাকেন পরিবারের সদস্যরা।

একপর্যায়ে তারা ওই কক্ষে গিয়ে চাদর দিয়ে ঢাকা অবস্থায় তার লাশ দেখতে পান। নিহতের পেটসহ শরীরের বিভিন্নস্থানে ছুরিকাঘাতের একাধিক চিহ্ন রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে।

নিহতের ছেলে আরো জানান, তাদের বাড়িতে গত ৫ দিন ধরে ৩জন শ্রমিক কৃষি কাজ করছিল। তাদেরকে পার্শ্ববর্তী শ্রীপুর উপজেলা সদর থেকে আনা হয়েছিল। ঘটনার পর থেকে তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাছাড়া ওই কক্ষে বাহিরে দিক থেকে অনায়াসে লোকজন আসা যাওয়া করতে পারে।

কাপাসিয়া থানার ওসি এএইচএম লুৎফুল কবীর জানান, ময়না তদন্তের জন্য নিহতের লাশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গরু বিক্রির টাকা চুরি করার সময় বাঁধা দেওয়ায় তাকে হত্যা করে অজ্ঞাত দুর্বৃত্তরা। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।