ঢাকা,  বুধবার  ২৪ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

কাপাসিয়ার পাবুর স্কুল পেল ব্রিটিশ কাউন্সিল অ্যাওয়ার্ড

প্রকাশিত: ১২:২৫, ৪ আগস্ট ২০১৯

কাপাসিয়ার পাবুর স্কুল পেল ব্রিটিশ কাউন্সিল অ্যাওয়ার্ড

ব্রিটিশ কাউন্সিলের কানেকটিং ক্লাসরুমের অধীনে ইন্টারন্যাশনাল স্কুল অ্যাওয়ার্ড পেয়েছে গাজীপুরের কাপাসিয়া উপজেলার পাবুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

ব্রিটিশ কাউন্সিলের নিজস্ব ওয়েবসাইটে সম্প্রতি এ ফলাফল প্রকাশ করা হয়৷

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছলিমা আক্তার সুইটি বলেন, গাজীপুরের ধীরাশ্রম উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও কাউন্সিল অ্যাম্বাসেডর এস এম তাহমিনার তত্ত্বাবধানে গত জানুয়ারি থেকে অংশগ্রহণ করি। নেপাল, লেবানন, শ্রীলঙ্কা ও পাকিস্তানের শিক্ষকদের সাথে ভাষা শিক্ষা, খেলাধুলা, জাতীয় পতাকা, পুষ্টিকর খাবার, নাচ, মাটির খেলনা তৈরি এবং পরিচ্ছন্নতা বিষয়ে শেয়ারিং করা হয়।

চলতি বছর দেশের ১০৮টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় অ্যাওয়ার্ডের জন্য আবেদন করে। এর মধ্যে ৩৬টি বিদ্যালয় অ্যাওয়ার্ড লাভ করেছে।

উল্লেখ্য, পাবুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুইটি ২০১৮ সালে উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন।

গাজীপুর কথা