ঢাকা,  বৃহস্পতিবার  ২৫ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

কালীগঞ্জে নানা আনুষ্ঠানিকতায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

প্রকাশিত: ১৬:৩৩, ২৬ মার্চ ২০২৩

কালীগঞ্জে নানা আনুষ্ঠানিকতায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

ছবি: সংগৃহীত

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জে নানা আনুষ্ঠানিকতায় দিবসটি উদযাপন করা হয়েছে।

রোবাবার উপজেলা প্রশাসনের আয়োজনে প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস শুভ সূচনা হয়। পরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন এবং স্বাধীনতা স্তম্ভে ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। 

সকাল ৮টার দিকে কালীগঞ্জ আর আর এন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কুচকাওয়াজ এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি। উপজেলা নির্বাহী অফিসার মো. আসসাদিকজামানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদের মো. মোয়াজ্জেম হোসেন পলাশ।

এ সময় স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা, উপজেলার বিভিন্ন দফতর প্রধান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।