ঢাকা,  শুক্রবার  ১৯ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

কালীগঞ্জে সিআইজি মৎস্য চাষিরা পেলেন প্রণোদনা

প্রকাশিত: ১৪:৩৬, ২২ নভেম্বর ২০২২

কালীগঞ্জে সিআইজি মৎস্য চাষিরা পেলেন প্রণোদনা

কালীগঞ্জে সিআইজি মৎস্য চাষিরা পেলেন প্রণোদনা

গাজীপুরের কালীগঞ্জে স্থানীয় ১০টি মৎস্য সমিতির ১০ জন সিআইজি মৎস্য চাষিকে বিনামূল্যে মাছের খাদ্য ও সাইনবোর্ড বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২২ নভেম্বর) সকালে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে এনএটিপি-২ প্রকল্পের আওতায় শহীদ ময়েজউদ্দিন মুক্তমঞ্চে চাষিদের হাতে এ প্রণোদনা তুলে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. আসসাদিকজামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর জেলা মৎস্য অফিসার ড. কায়সার মুহাম্মদ মঈনুল হাসান।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলা রোজারিও, উপজেলার মৎস্য অফিসার সাদিয়া রহমানসহ স্থানীয় গণমাধ্যম কর্মী, উপজেলা অফিসের ক্ষেত্র সহকারীরা (রাজস্ব ও প্রকল্প), মৎস্য চাষি ও সমিতির নেতারা।

পরে অতিথিরা উপজেলার বিভিন্ন ১০ জন সিআইজি মৎস্য চাষির হাতে ৫ বস্তা করে মাছের খাদ্য ও একটি করে সাইনবোর্ড তুলে দেন।