ঢাকা,  মঙ্গলবার  ১০ সেপ্টেম্বর ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

কালীগঞ্জে নিহত দুই পরিবারকে জামায়াতের সহায়তা

প্রকাশিত: ১৩:৩৮, ৩ সেপ্টেম্বর ২০২৪

কালীগঞ্জে নিহত দুই পরিবারকে জামায়াতের সহায়তা

ছবি- সংগৃহীত

কালীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ও নিহত পরিবারের সঙ্গে জামায়াতের নেতারা মতবিনিময় করেছেন। সোমবার কালীগঞ্জ উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত তাজুল ইসলামকে ও জাকারিয়া হাসান জুয়েলের পরিবারের হাতে ২ লাখ টাকা করে ৪ লাখ টাকার চেক তুলে দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য জেলা ড. মো. জাহাঙ্গীর আলম। কালীগঞ্জ উপজেলা শাখার আমির মুহাম্মদ মাহমুদুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও গাজীপুর মহানগর নায়েবে আমির মো. খায়রুল হাসান, গাজীপুর জেলা মজলিসে শূরা সদস্য ও জেলা জামায়াতের আইনবিষয়ক সম্পাদক মো. মোখলেছুর রহমান খান।

কালীগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি তাজুল ইসলামের পরিচালনায় এতে আরও বক্তব্য দেন গাজীপুর জেলা জামায়াতের প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান খান, কালীগঞ্জ পৌর জামায়াতের আমির আফতাব উদ্দিন প্রমুখ।