
উৎসুক জনতা
গাজীপুরের কোনাবাড়িতে প্রকাশ্যে মাকে বটি দিয়ে কুপিয়ে খুন করেছে এক ছেলে। এ ঘটনায় অভিযুক্ত ছেলেকে আটক করেছে পুলিশ।
বুধবার (৮ মার্চ) মেট্রোপলিটন পুলিশ কোনাবাড়ি জোনের সহকারী পুলিশ কমিশনার দিদারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুরে দেউলিয়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন, গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঘোষের কান্দি গ্রামের মৃত খলিলুর রহমানের স্ত্রী জোসনা বেগম। আটককৃত ব্যক্তি নিহতের ছেলে সাখাওয়াত হোসেন মাসুদ (৩০)।
পুলিশ কমিশনার দিদারুল ইসলাম জানান, কয়েক বছর ধরে মানসিক ভারসাম্যহীন রোগী ছিলেন সাখাওয়াত। মঙ্গলবার ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা শেষে ছেলেকে নিয়ে মেয়ের বাড়ি যান মা। সেখানে বুধবার দুপুরে মাকে খুন করেছে সাখাওয়াত। এ ঘটনায় ছেলেকে আটক করা হয়েছে।