ঢাকা,  বৃহস্পতিবার  ২৫ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

কাশিমপুর কারাগারে ফাঁসির আসামির মৃত্যু

প্রকাশিত: ২৩:০৫, ২৬ জানুয়ারি ২০২৩

আপডেট: ২৩:০৬, ২৬ জানুয়ারি ২০২৩

কাশিমপুর কারাগারে ফাঁসির আসামির মৃত্যু

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার হাইসিকিউরিটি ইউনিটে নজরুল ইসলাম নামে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকালে তিনি হাসপাতালে মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন কারাগারের জেল সুপার সুব্রত কুমার বালা। মৃত নজরুল ইসলাম কিশোরগঞ্জ জেলার পাবদা গ্রামের সোহরাব উদ্দিনের ছেলে। যার কয়েদি নং-৪৯৭৬/এ। 

কারাগার সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানায় একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ডাদেশ সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন ধরে নজরুল ইসলাম কাশিমপুর কেন্দ্রীয় কারাগার হাইসিকিউরিটি ইউনিট এ-তে বন্দি ছিলেন।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে কারাগারে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে কারাগারের হাসপাতালে নেয়া হলে সেখানকার চিকিৎসক তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টা ৪০মিনিটে তার মৃত্যু হয়।

কাশিমপুর কেন্দ্রীয় হাইসিকিউরিটি ইউনিটের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।