ঢাকা,  শুক্রবার  ১৯ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

বাংলাদেশ স্কাউটসের টপ লিডার সামিট ও বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর

প্রকাশিত: ২০:০৬, ২৪ সেপ্টেম্বর ২০২২

বাংলাদেশ স্কাউটসের টপ লিডার সামিট ও বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর

বাংলাদেশ স্কাউটসের টপ লিডার সামিট ও বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর

গাজীপুরে বাংলাদেশ স্কাউটসের টপ লিডার সামিট ও প্রধান জাতীয় কমিশনারের সাথে সংগঠনের ২২টি বিভাগের জাতীয় কমিশনারদের বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হয়েছে।

শনিবার (২৪ সেপ্টেম্বর) গাজীপুরের কালিয়াকৈরের জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে সংগঠনের জাতীয় কমিশনারও জাতীয় উপ কমিশনারগণের দিনব্যাপী সামিট শেষে বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

এ সময় দুর্নীতি দমন কমিশনের কমিশনার ও বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ড. মোজাম্মেল হক খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ স্কাউটসের সহ সভাপতি প্রফেসর নাজমা শামসের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত সচিব ও বাংলাদেশ স্কাউটসের কোষাধ্যক্ষ ড, শাহ কামাল, জাতীয় কমিশনার ফেরদৌস আহমেদ, নির্বাহী পরিচালক কে এম সাইদুজ্জামান, গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

উল্লেখ্য, কর্মসূচিতে বাংলাদেশ স্কাউটের সর্বোচ্চ লেভেলের ৮০ জন কর্মকর্তা যোগদান করেন।