ঢাকা,  বুধবার  ২৪ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

কালিয়াকৈরে পরীক্ষায় ছেলেকে সাহায্য করায় কেন্দ্র সচিবকে অব্যাহতি

প্রকাশিত: ১৫:৪৮, ২০ সেপ্টেম্বর ২০২২

কালিয়াকৈরে পরীক্ষায় ছেলেকে সাহায্য করায় কেন্দ্র সচিবকে অব্যাহতি

আলকাস উদ্দিন

গাজীপুরের কালিয়াকৈরে এসএসসি পরীক্ষার কেন্দ্রে ছেলেকে সাহায্য করায় গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব আলকাস উদ্দিনকে অব্যাহতি দেয়া হয়েছে। সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ নির্দেশ দেন।

সূত্রে জানা যায়, উপজেলার গোলাম নবী মডেল পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক একটি পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। দায়িত্বাধীন অবস্থায় ওই সচিব পরীক্ষা কেন্দ্রের ভেতরে গিয়ে ইমদাদুল্লাহ নামে একজন এসএসসি পরীক্ষার্থীকে বিভিন্নভাবে সহযোগিতা করেন। পরীক্ষা চলাকালে কক্ষের ভেতর গিয়ে এভাবে পরীক্ষার্থীকে সাহায্য করায় সমালোচনার সৃষ্টি হয়। পরে বিষয়টি উপজেলা নিবার্হী কর্মকর্তাকে অবগত করা হয়। এ ঘটনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দেয়া হয়। তদন্তে সত্যতা পেলে ওই সচিবকে কেন্দ্র সচিব পদ থেকে অব্যাহতি দেন।

কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ জানান, ওই কেন্দ্র সচিব তার তথ্য গোপন রেখে সচিবের দায়িত্ব পালন করায় তাকে কেন্দ্র সচিব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।