ঢাকা,  বৃহস্পতিবার  ১৮ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

কালিয়াকৈরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে নানা আয়োজন অনুষ্ঠিত

প্রকাশিত: ১৮:৩৬, ২৪ জুলাই ২০২২

কালিয়াকৈরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে নানা আয়োজন অনুষ্ঠিত

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মাছের পোনা অবমুক্ত

‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী ও মাছের পোনা অবমুক্ত সহ নানা কর্মসূচি পালিত হয়েছে।

উপজেলার হলরুমে রবিবার (২৪ জুলাই) দুপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সঞ্চালনা করেন উপজেলা ক্ষেত্র সম্প্রসারণ কর্মকর্তা মোসলেহ উদ্দিন আহম্মদ।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবির,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জায়েদা নাসরিন, উপজেলা মৎস্য কর্মকর্তা সলিমুল্লাহ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তার, উপজেলা শিক্ষা কর্মকর্তা রমিতা ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন মোল্লা, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মিজানুর রহমানসহ বিভিন্ন মৎস্য চাষিরা।