ঢাকা,  শনিবার  ২০ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

কালিয়াকৈরে স্ত্রীকে কুপিয়ে আহত, স্বামী আটক

প্রকাশিত: ২৩:৩১, ২৪ জুন ২০২২

কালিয়াকৈরে স্ত্রীকে কুপিয়ে আহত, স্বামী আটক

আহত দুলালী বেগম

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক বাজার এলাকায় প্রকাশ্যে স্ত্রীকে কুপিয়ে আহত করেছে। 

বৃহস্পতিবার(২৩ জুন) রাতে পারিবারিক কলহের জেরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপর প্রকাশ্যে দুলালী বেগম (৩২) নামের এক পোশাক শ্রমিককে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে রক্তাক্ত করেছে ওই নারীর স্বামী হাফিজুল ইসলাম (৪০)।

অভিযুক্ত হাফিজুল ইসলাম নীলফামারী সদর উপজেলার জামিয়ার হোসেনের ছেলে।এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, ভুক্তভোগী দুলালী বেগমের সাথে তার স্বামী হাফিজুল ইসলামের পারিবারিক কলহের কারনে দুলালী বেগম তার দুই সন্তান নিয়ে মৌচাকের  আইছ মর্কেট এলাকায় ভাড়ায় বসবাস করে মৌচাক সাদমা ফ্যাশনে চাকরি করতেন।

বৃহস্পতিবার রাতে দুলালী বেগম কারখানা ছুটির  পর বাসায় ফিরছিলেন। এমন সময় দুলালীর স্বামী ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত করে তার স্ত্রীকে ।এসময় এলাকাবাসী দুলালীকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা সংকটাপন্ন দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে প্রেরন করেন।

এলাকাবাসী দুলালী স্বামীকে আটক করে পুলিশকে খবর দেয় খবর পেয়ে ঘাতক স্বামীকে আটক করে মৌচাক পুলিশ ফাঁড়িতে নিয়ে আসেন

কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ীর উপ-পরিদর্শক এস আই আসাদুজ্জামান জানান, অভিযুক্ত হাফিজুল ইসলাম কে আটক করা হয়েছে।এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।