ঢাকা,  শুক্রবার  ২৯ মার্চ ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

কালিয়াকৈরে আগুনে পুড়ল ৩৫ বসতবাড়ি

প্রকাশিত: ১৩:১১, ১৮ জুন ২০২২

আপডেট: ১৪:১৫, ১৮ জুন ২০২২

কালিয়াকৈরে আগুনে পুড়ল ৩৫ বসতবাড়ি

বসতবাড়িতে আগুনে

গাজীপুর কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় আগুনে ৩৫টি বসতবাড়ি পুড়ে গেছে। শনিবার (১৮ জুন) সকাল ৬টার দিকে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, সকাল পৌনে ৬টার দিকে হাজী বাড়ির দুলাল ডাক্তার ও সামানের বাসায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের বাসায় ছড়িয়ে পড়ে। অবস্থা বেগতিক দেখে ফায়ার সার্ভিসের খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ৩৫টি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর সাইফুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। টিন শেড ও ঘনবসতি হওয়াতে মুহূর্তেই আগুন অন্যান্য কক্ষে ছড়িয়ে পড়ে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।’