ঢাকা,  সোমবার  ০৪ ডিসেম্বর ২০২৩

Gazipur Kotha | গাজীপুর কথা

গাজীপুরের কালিয়াকৈরে পৌর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা

প্রকাশিত: ২১:৫৭, ১৯ নভেম্বর ২০২৩

গাজীপুরের কালিয়াকৈরে পৌর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা

সংগৃহিত ছবি

জেলার কালিয়াকৈরে চন্দ্রা এলাকায় আজ দুপুরে কালিয়াকৈর পৌর আওয়ামী লীগের উদ্যোগে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

এই বর্ধিত সভায় সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের সভাপতি মোশারফ হোসেন জয়। বর্ধিত সভায় সঞ্চালনা করেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিকদার জহিরুল ইসলাম জয়।

এ সভায় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবির, পৌর আওয়ামী লীগের ৬নং ওয়ার্ডের সভাপতি আবুল কাশেম, পৌর আওয়ামী লীগের ৪ নং ওয়ার্ডের সভাপতি শহিদুল ইসলাম, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ রিয়াদ, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক স্বপন সরকার, পৌর ছাত্রলীগের সহ-সভাপতি এম এইচ রায়হান, ৮ নম্বর ওয়ার্ডের পৌর ছাত্রলীগের সভাপতি সৈয়দ শাওনসহ পৌর আওয়ামী লীগ ও  বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।