ঢাকা,  সোমবার  ০৪ ডিসেম্বর ২০২৩

Gazipur Kotha | গাজীপুর কথা

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রকাশিত: ১৬:১০, ১৬ নভেম্বর ২০২৩

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ফাইল ছবি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

কালিয়াকৈর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার দুপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রার পল্লী বিদ্যুৎ এলাকায় সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন। দুর্ঘটনা কবলিত গাড়িটি মহাসড়কের ওপর উল্টে যাওয়ায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। যান চলাচল স্বাভাবিক করতে কাজ করা হচ্ছে।

তাৎক্ষণিকভাবে ঘটনার বিস্তারিত ও নিহতের নাম-পরিচয় জানাতে পারেননি। এ বিষয়ে খোঁজ নিয়ে বিস্তারিত জানানোর কথা বলেন ওসি।