ঢাকা,  সোমবার  ০৪ ডিসেম্বর ২০২৩

Gazipur Kotha | গাজীপুর কথা

কালিয়াকৈরে আওয়ামী লীগের আনন্দ মিছিল

প্রকাশিত: ১৩:৪১, ১৬ নভেম্বর ২০২৩

কালিয়াকৈরে আওয়ামী লীগের আনন্দ মিছিল

সংগৃহিত ছবি

গাজীপুরের কালিয়াকৈরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী তফসিলকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করা হ‌য়ে‌ছে।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাজীপুর-১ আসনের  মনোনয়ন প্রত্যাশা রেজাউল করিম রাসেলের নেতৃত্বে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা ত্রিমো‌ড়ে এ আনন্দ মিছিল করা হয়। মিছিলটি মহাসড়কের বি‌ভিন্ন এলাকা পদ‌ক্ষিণ ক‌রে।

কালিয়াকৈর উপ‌জেলা ও পৌর আওয়ামীলীগের শত শত নেতাকর্মী আনন্দ মিছিলে অংশ নেন। মিছিল শেষে তফসিলকে স্বাগত জানিয়ে নেতাকর্মী‌দের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। পরে  মহাসড়কে সমাবেশ করা হয়।

সমাবেশে বক্তব্য রাখেন,কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামিমুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক তোফায়েল আহমেদ দুলাল, উপজেলা আওয়ামী লীগের সদস্য আজাদ কামাল স্বপন,হারুন সিকদার,  মধ্যপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম, চাপাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান সেতু, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস কাঞ্চনসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

এদিকে সকাল থেকেই ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বিএনপির অবরোধের নাশকতা ঠেকাতে মাঠে রয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।