
সংগৃহিত ছবি
গাজীপুরের কালিয়াকৈরে প্রধানমন্ত্রীর উন্নয়নের চিত্র তুলে ধরে মজিদচালা এলাকায় বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর উন্নয়ন প্রচার সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার মজিদচালা এলাকাবাসীর আয়োজনে এমএমপি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়াম্যান সেলিম আজাদ।
প্রধানমন্ত্রীর উন্নয়ন প্রচার সভার আয়োজন করা হলেও সভায় হাজার হাজার নেতাকর্মীসহ সাধারন জনগণ উপস্থিত হয় এতে সভাটি পরে জনসমুদ্রে পরিনত হয়।
প্রধান অতিথি বলেন, জননেত্রী শেখ হাসিনা দেশের মানুষের কল্যাণের জন্য রাতদিন পরিশ্রম করে যাচ্ছেন, তারই ধারা বাহিকতায় গাজীপুর-১ এর সাংসদ ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের নেতৃত্বে কালিয়াকৈর উপজেলায় প্রতিটি পরিবারের জন্য নিরাপদ ও আর্সেনিকমুক্ত সুপেয় পানি সরবরাহের লক্ষ্যে প্রতিটি বাড়িতে পাম্পের ব্যবস্থা করা হয়েছে।
এছাড়া স্কুল কলেজের ছাত্রছাত্রীদের উপবৃত্তি, বয়স্কভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতা, সার্বজনিন পেনশন স্কিম, প্রতিবন্ধীভাতা, ১০টাকা কেজি মুল্যে ৩০কেজি চাল বিতরণ ভুমিহীনদের জমিসহ ঘর প্রদান, সাধারন জনগনের কথা চিন্তা করে টিসিবি পণ্য বিক্রি, উপজেলার সকল এলাকায় নতুন রাস্তা নির্মানসহ পাকাকরন, গ্রামকে শহরে রুপান্তর, মসজিদ, মাদ্রাসা, স্কুল কলেজের অবকাঠামোগত উন্নয়ন, ঢাকা টাঙ্গাইল মহসড়কে কালিয়াকৈর চন্দ্রা ত্রিমোড়কে যানজট মুক্ত রাখার জন্য কালিয়াকৈর অংশে তিনটি ফ্লাইওভার ব্রীজ নির্মান, বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটি, বঙ্গবন্ধু হাইটেক সিটি, চাপাইর তুরাগ নদীর উপর নবনির্মিত ব্রীজসহ নানা উন্নয়নের চিত্র তোলে ধরে বক্তব্য রাখেন।
এছাড়াও তিনি উল্লেখ করেন প্রধানমন্ত্রী দেশের দক্ষিাঞ্চলের যান ও জন চলাচলের সুবিধার জন্য পদ্মা সেতু নির্মান করে বিশ্বের দরবারে বাংলাদেশের উন্নয়নের চিত্র তোল ধরায় বিশ্বের দরবারে বাংলাদের ভাবমূর্তি উজ্জল হয়েছে। পূর্বঞ্চলের যাতায়াতের জন্য কর্ণফুলি টানেলসহ ব্যাপক উন্নয়ন মুলক কাজ চলমান রয়েছে এই উন্নয়নের ধারাবাহিকতাকে অব্যাহত রাখার জন্য আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য জনগনের প্রতি আহবান জানান।
এছাড়াও উন্নয়ন প্রচার অনুষ্ঠানে নেতাকর্মীদের উদ্দেশ্যে মোবাইলে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক এমপি। তিনি বলেন উপজেলার সকল পরিবারে পাম্প দেওয়া হয়েছে এছাড়াও সকল লোকের জন্য সাপ্লায়ের পানি সরবরাহের ব্যবস্থা করা হবে। উপজেলার ব্যপক উন্নয়নমূলক কাজ করা হয়েছে তার পরও যে সকল কাজ অসমাপ্ত রয়েছে তা সমাপ্ত করা হবে। উপজেলার প্রতিটি বাড়িতে পাকা রাস্তা করে দেওয়া হবে। আগামী চার মাসের মধ্যে সংসদ নির্বাচন শেষ হবে। নির্বাচনে নৌকা মাকায় ভোট দিয়ে প্রধানমন্ত্রীকে বিজয়ী করার জন্য নৌকা মার্কায় ভোট আহবান করেন।
পাবুরিয়াচালা এমএমপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক জয়নাল আবেদীনের সঞ্চালনায় প্রধান মন্ত্রীর উন্নয়ন প্রচার অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সদস্য ও ফুলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ শাহ আলম সরকার, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক আব্দুল হাকিম, কালিয়াকৈর উপজেলা তাঁতী লীগের সভাপতি ফিরোজ আলমসহ বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।