
সংগৃহিত ছবি
‘মশার আবাসস্থল ধ্বংস করি, মশামুক্ত বাংলাদেশ গড়ি’-এই স্লোগান সামনে রেখে দেশব্যাপী ওয়ালটন প্লাজার উদ্যোগে এডিস মশা ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়েছে।
এরই অংশ হিসাবে সোমবার সকালে গাজীপুরের কালিয়াকৈর ওয়ালটন প্লাজার উদ্যোগে র্যালি বের করা হয়। র্যালিটি কালিয়াকৈর ওয়ালটন প্লাজা থেকে বের হয়ে বাজার প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। র্যালি শেষে বক্তব্য দেন কালিয়াকৈর ওয়ালটন প্লাজার ম্যানেজার সাজেদুল ইসলাম, সহকারী ম্যানেজার আজমত আলী ও সার্ভিস সেন্টারের ম্যানেজার আশরাফ আলী।