ঢাকা,  বৃহস্পতিবার  ২৫ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

গাজীপুরে নৃত্য আলেখ্য ‘শেখ মুজিব থেকে বঙ্গবন্ধু’

প্রকাশিত: ১৫:১৯, ১৮ মার্চ ২০২৩

গাজীপুরে নৃত্য আলেখ্য ‘শেখ মুজিব থেকে বঙ্গবন্ধু’

গাজীপুরে নৃত্য আলেখ্য ‘শেখ মুজিব থেকে বঙ্গবন্ধু’

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শুক্রবার (১৭ মার্চ) সকালে জেলা শিল্পকলা একাডেমি, গাজীপুর এর পরিবেশনায় ভাওয়াল রাজবাড়ী মাঠে নৃত্য আলেখ্য ‘শেখ মুজিব থেকে বঙ্গবন্ধু’ দর্শক প্রশংসা কুড়ায়।

জেলা শিল্পকলা একাডেমির নৃত্য প্রশিক্ষক আশরাফী ফরিদ ও সঙ্গীতা রোজারিওর নির্দেশনায় পরিবেশিত নৃত্য আলেখ্য শেখ মুজিব থেকে বঙ্গবন্ধু –এর বঙ্গবন্ধুর চরিত্র রূপায়ণে শিল্পকলার নাট্য প্রশিক্ষক খন্দকার রফিক মুন্সিয়ানার পরিচয় দেন।

এ ছাড়াও অভিনয়, নৃত্য এবং কোরিও গ্রাফিতে তাইমি, আনিকা, সাদিয়া, শশী, তাবাসসুম, পার্থ, সৌরভ, ভিক্টর সহ একঝাক ক্ষুদে প্রশিক্ষণাথীর্র প্রাণবন্ত অংশগ্রহণ নৃত্য আলেখ্য ‘শেখ মুজিব থেকে বঙ্গবন্ধু’ -কে একটি অন্য উচ্চতার পরিবেশনায় পরিণত করে তুলে।