ঢাকা,  শুক্রবার  ২৯ মার্চ ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

গাজীপুরে শালবনে অগ্নিকান্ড ও বন্যপ্রাণী সংরক্ষণে সচেতনতা সভা

প্রকাশিত: ২৩:৪৯, ৪ ডিসেম্বর ২০২২

গাজীপুরে শালবনে অগ্নিকান্ড ও বন্যপ্রাণী সংরক্ষণে সচেতনতা সভা

গাজীপুরে শালবনে অগ্নিকান্ড ও বন্যপ্রাণী সংরক্ষণে সচেতনতা সভা

শালবনে অগ্নিকান্ড প্রতিরোধ ও বন্যপ্রাণী সংরক্ষণে সচেতনতা সৃষ্টির লক্ষ্য সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে গাজীপুর সদর উপজেলার লুটিয়ারচালা গ্রামে এই সভা অনুষ্ঠিত হয়।

ভাওয়াল রেঞ্জ কর্মকর্তা মো. মাসুদ রানার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজল তালুকদার।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা রুবিয়া ইসলাম, গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা প্রাবন্ধিক শাহান সাহাবুদ্দিন, সদর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন প্রমুখ।

আলোচনায় সভায় অংশ নেয় ভাওয়াল রেঞ্জাধীন ভবানীপুর, বারুইপাড়া, বিকেবাড়ী ও রাজেন্দ্রপুর পশ্চিম বিটের সামাজিক বনায়নের আওতায় শতাধিক উপকারভোগীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

সভায় আলোচকরা জানান, প্রতিবছর শীত মৌসুমে পত্রঝরা শালবনে অগ্নিকান্ডের ঘটনা ঘটছে। কখনো ইচ্ছাকৃত কখনো আবার অনিচ্ছাকৃত মানুষের ভুলে বনে অগ্নিকান্ডে বহুমুখী ক্ষয়ক্ষতি হচ্ছে। অগ্নিকান্ড প্রতিরোধে উপকারভোগীদের সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।