ঢাকা,  বুধবার  ২৪ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

কালোবাজারে ডিজেল বিক্রির সময় গ্রেফতার ২

প্রকাশিত: ১৯:৫৯, ১ অক্টোবর ২০২২

কালোবাজারে ডিজেল বিক্রির সময় গ্রেফতার ২

ছবিঃ সংগৃহীত

গাজিপুর মহানগর পুলিশের (জিএমপি) বাসনা থানা এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ করে রাখা দুই হাজারেরও বেশি লিটার ডিজেল বিক্রির সময়ে দুই জনকে গ্রেফতার করেছে গাজীপুর মহানগর পুলিশ।

শনিবার (০১ অক্টোবর) সকালে জিএমপি’র উপ পুলিশ কমিশনার মো.আলমগীর হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান,অবৈধভাবে মজুদ করে ২১৬০ লিটার ডিজেল বিক্রির সময়ে দুজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন,ওমর ফারুক বাবু( ৪৩) ও মোখলেসুর রহমান (৩৮) কে গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ডিজেল পরিবহনে একটি লরি ট্রাক,নগদ ৪৩ হাজার টাকা জব্দ করা হয়।

আলমগীর হোসেন আরও জানান,গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে জিএমপি সদর থানা এলাকায় অভিযান চালিয়ে পলাতক আসামি মো.সেলিম মিয়া (২৮)’র দোকান থেকে আরও ১৬০ লিটার ডিজেল ভর্তি একটি ড্রাম ও একটি ডিজেলের খালি ড্রাম উদ্ধার করা হয়।
আসামিরা দীর্ঘদিন যাবত অবৈধভাবে ডিজেল জাতীয় দাহ্য পদার্থ মজুদ করে কালোবাজারে বিক্রি করে আসছিলো।এ বিষয়ে জিএমপির বাসন থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।