ঢাকা,  বুধবার  ২৪ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

গাজীপুরে নিষিদ্ধ কারেন্ট জাল পুড়িয়ে দিলো আদালত

প্রকাশিত: ১৭:০৭, ২০ জুন ২০২২

গাজীপুরে নিষিদ্ধ কারেন্ট জাল পুড়িয়ে দিলো আদালত

নিষিদ্ধ কারেন্ট জাল ও ম্যাজিক জাল জব্দ

গাজীপুর সদর উপজেলার পিরুজালী ইউনিয়নের শালদহ নদী সংলগ্ন বিলে অভিযান চালিয়ে প্রায় দেড় হাজার মিটার কারেন্ট জাল ও দশটি ম্যাজিক জাল জব্দ করেছে ভ্রাম্যমান আদালত।

সোমবার (২০ জুন) সকাল এগারোটার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি পরিচালনা করেন গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাফে মোহাম্মদ ছড়া। অভিযানে উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা সিনিয়র মৎস অফিসার জান্নাতুন শাহীন, ক্ষেত্র সহকারী মশিউর রহমান ও সাইফুল ইসলাম। উপজেলা মৎস কর্মকর্তা জান্নাতুন শাহীন জানান, দেশীয় প্রজাতির মাছের প্রজনন ও অবাধ বিচরণে অন্যতম বাধা কারেন্ট জাল ও ম্যাজিক চায়না দুয়ারী জাল। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ধারায় শালদহ নদী ও সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে জব্দকৃত নিষিদ্ধ জাল জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৭০ হাজার টাকা। দেশীয় মৎস রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।