ঢাকা,  মঙ্গলবার  ১০ সেপ্টেম্বর ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

কাশিমপুর কারাগার থেকে পালানো ফাঁসির আসামি গ্রেপ্তার

প্রকাশিত: ২১:০৩, ২ সেপ্টেম্বর ২০২৪

কাশিমপুর কারাগার থেকে পালানো ফাঁসির আসামি গ্রেপ্তার

ছবি- সংগৃহীত

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এমদাদুল হক ওরফে গন্ডারকে গ্রেপ্তার করেছে র‍্যাব। সোমবার (২ সেপ্টেম্বর) রাজধানীর বংশাল থেকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানিয়েছে, গত ৬ আগস্ট কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এমদাদুল হক ওরফে গন্ডার পালিয়ে যান। পরে তাঁকে গ্রেপ্তারে অভিযান শুরু করে র‍্যাব।

সকালে রাজধানীর বংশাল থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে বলেও র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।