ঢাকা,  সোমবার  ০৪ ডিসেম্বর ২০২৩

Gazipur Kotha | গাজীপুর কথা

গাজীপুরে তালটিয়া-হারবাইদ সড়ক বেহাল, চরম দুর্ভোগ

প্রকাশিত: ২১:২৮, ২০ নভেম্বর ২০২৩

গাজীপুরে তালটিয়া-হারবাইদ সড়ক বেহাল, চরম দুর্ভোগ

ফাইল ছবি

গাজীপুর মহানগরের ৪২ নং ওয়ার্ডের তালটিয়া হারবাইদ এলাকার এক কিলোমিটার সড়ক সংস্কার না হওয়ায় চলাচলের জন্য অনুপযোগী হয়ে পড়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন ছোট বড় যানবাহন চালকসহ পথচারীরা। দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছে স্থানীয়রা।

সিটি কর্পোরেশন সূত্রে জানা যায়, তালটিয়া থেকে সাতপোয়া ম্যাক্স কম্পোজিট ফ্যাক্টরি পর্যন্ত গত এক বছর আগে সি.সি ঢালাই, পিচ ঢালাই করার জন্য মেসার্স মোনালিসা প্রতিষ্ঠানকে টেন্ডার দেওয়া হয়েছিল। মেয়াদ শেষ হওয়ার পরও সম্পূর্ণ কাজ করেনি প্রতিষ্ঠানটি।

স্থানীয়রা জানান, এই সড়কটি দিয়ে টঙ্গী-ঢাকায় কর্মরত অনেক চাকরিজীবী ও ব্যবসায়ী মিরের বাজার হয়ে নিয়মিত কর্মস্থলে যাতায়াত করেন। এই রাস্তাটি দিয়ে হারবাইদ মাদ্রাসা, হারবাইদ স্কুল অ্যান্ড কলেজে ছাত্রছাত্রীরা প্রতিদিন শিক্ষা প্রতিষ্ঠানে আসা যাওয়া করে। হারবাইদ স্কুল অ্যান্ড কলেজের ছাত্র ইমন হোসেন জানান, তালটিয়া রেললাইন হতে রাস্তার খুব খারাপ অবস্থা। আমাদের প্রতিদিন আসা যাওয়া করতে খুব কষ্ট হয়।

সরেজমিনে ঘুরে দেখা যায়, দীর্ঘদিন ধরে এই সড়কটি সংস্কার না হওয়ায় এক কিলোমিটার এলাকা জুড়ে ছোট বড় গর্ত ও খানা খন্দ সৃষ্টি হওয়াসহ পিচ উঠে গেছে। কিছু কিছু অংশে বৃষ্টির সময় পানি জমা হয়ে সড়কটি তলিয়ে গিয়ে দুর্ভোগ আরও বেড়ে যায়।

মিজান নামে এক ইজি বাইক চালক বলেন, এক কিলোমিটার রাস্তা খারাপ থাকায় গাড়ি চালাতে খুব কষ্ট হয়। আমাদের গাড়ি নষ্ট হয় খুব বেশি। এ ব্যাপারে গাজীপুর সিটি কর্পোরেশনের ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর হোসনে আরা সিদ্দিকি জুলি জানান, আগামী মিটিংয়ে রাস্তাটির ব্যাপার নিয়ে আলোচনা করব।

এই রাস্তাটি সংস্কারের ব্যাপারে গাজীপুর সিটি কর্পোরেশনের পূবাইল ও গাছা জোন এর নির্বাহী প্রকৌশলী জামাল উদ্দিন জানান, আমি নতুন যোগদান করেছি। রাস্তাটির কাজের ব্যাপারে খোঁজ খবর নিয়ে দেখব।