
সংগৃহীত ছবি
গাজীপুর মহানগরীর গাছা থানাধীন জাঝর এলাকায় ছেলের হাতে বাবা খুন হয়েছেন। নিহতের নাম মো. রাজীব (৪২)। তিনি নগরীর ৩২ নম্বর ওয়ার্ডের জাঝর উত্তরপাড়া এলাকার মো. আজিবরের ছেলে। রোববার বিকালে রাজীবের নিজ বাড়িতে এ ঘটনা ঘটেছে।
পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে বিকালে ছেলে শিশির চাইনিজ কুড়াল দিয়ে তার বাবার ঘাড়ে কোপ দেয়। ভিকটিমের চিৎকারে বাড়ির ভাড়াটিয়ারা এসে গুরুতর আহত রাজীবকে প্রথমে শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে স্থানীয় তায়েরুননেছা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাছা থানার এসআই সজীব দেবনাথ বলেন, রাজীবের ঘাড়ে কোপের চিহ্ন রয়েছে। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। রাজীব একজন মাদকসেবী ছিল। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এদিকে রাজীবের স্ত্রী রেহেনা আক্তার বলেন, তার স্বামী বিভিন্ন সময়ে নেশাগ্রস্ত অবস্থায় তাদের মারধর করত। ঘটনার দিন রাজীব তাদের মারধর করার জন্য উদ্ধৃত হয়। পরে সে ঘরের ভেতর নিজে কীভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে জানি না। জিএমপি পুলিশের দক্ষিণ বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।